Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জাপা প্রার্থীর পোস্টারে শেখ হাসিনার ছবি

নীলফামারী-৪ আসনে আচরণবিধি লঙ্ঘন

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

দলীয় প্রধান ছাড়া ভিন্ন দলের দলীয় প্রধানের ছবি ব্যবহারে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন হলেও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে মহাজোট প্রার্থীর পোস্টার ঝুলানো হয়েছে। এতে করে মহাজোটের শরিক জাপা প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নীলফামারী-৪ আসনের নির্বাচনী এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে জাপা থেকে আহসান আদেলুর রহমান আদেলকে মহাজোটের প্রার্থী করা হয়েছে। এই প্রার্থীর নির্বাচনী পোস্টারে আ. লীগ সভানেত্রী শেখ হাসিনা ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছবি ছাপিয়ে পোস্টার করা হয়েছে। অথচ নির্বাচনী বিধিমালায় কেবল দল মনোনিত প্রার্থী দলীয় প্রধানের ছবি ব্যবহার করার নিয়ম রয়েছে। কিন্তু মহাজোটের প্রার্থী জাপা থেকে মনোনিত হলেও জাপার দলীয় প্রধানের সঙ্গে আ. লীগ নেত্রীর ছবি ব্যবহার করেছেন।
সরেজমিনে ভোটের প্রচার-প্রচারণার খোঁজখবর নিতে নির্বাচনী এলাকায় গিয়ে দেখা যায়, প্রার্থীর প্রচার পোস্টারে শেখ হাসিনা ও এরশাদের ছবির পাশাপাশি ব্যবহার করে প্রার্থীর ছবি সম্বলিত পোস্টার সর্বত্র শোভা পাচ্ছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী বিধিতে দলের মনোনীত প্রার্থী পোস্টার-লিফলেটে দলীয় প্রধানের ছবি ব্যবহার করার কথা। কিন্তু মহাজোটের জাপা দলীয় প্রার্থী দুই দলীয় প্রধানের দলীয় ছবি করায় নির্বাচনী বিধিমালার ব্যত্যয় হয়েছে।
এ সম্পর্কে জানতে চাইলে, মহাজোটের জাপা প্রার্থী আহসান আদেলুর রহমান আদেল জানান, লাঙ্গল প্রতীকে ভোট করলেও আমি আ. লীগ সমর্থিত মহাজোটের প্রার্থী। সে কারণে মহাজোটের নেত্রী শেখ হাসিনার ছবি পোস্টারে ঠাঁই পেয়েছে।
এ সম্পর্কে সৈয়দপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল জানান, মহাজোট সমর্থিত প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলকে জাপা দলীয়ভাবে মনোনয়ন দিলেও জাপা মহাজোটের শরিক। আ. লীগের প্রধান জননেত্রী শেখ হাসিনা মহাজোটের নেত্রী বিধায় পোস্টারে তার ছবি ব্যবহার করা হয়েছে। এটি বৈধভাবে করা হয়েছে।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া বলেন, সংক্ষুব্ধরা বিষয়টি নীলফামারী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। তিনি বিষয়টি দেখছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ