রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে প্রচার প্রচারণা থেকে বিরত রয়েছেন বিএনপির একাংশ। ওই অংশটি পাশবর্তী দুটি আসনে নির্বাচনে প্রচারনায় অংশ নিচ্ছেন। এদিকে ফরিদপুর-৩ আসনটি প্রচার-প্রচারণার জন্য জোর দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। প্রচার প্রচারণা থেকে বিরতদের মধ্যে রয়েছেন ফরিদপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ জহিরুল হক শাহজাদা মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, কোতয়ালী থানা বিএনপির সভাপতি রউফুন্নবী, কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুল হাসান পিংকু, ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দিলাসহ প্রায় দুই শতাধীক মাঠ কাঁপানো কর্মীরা। এই সুযোগে প্রতিপক্ষ বিএনপির নেতাকর্মীদের উপর হামলা-নির্যাতন অব্যহত রেখেছে। গত দুই সপ্তাহে ফরিদপুর জেলায় গ্রেপ্তার হয়েছে প্রায় দুই শতাধিক নেতাকর্মীরা। আতঙ্কের মধ্যে রয়েছেন সাধারণ বিএনপির ভোটাররা। বিশেষ করে ফরিদপুর সদর ৩ আসন ও নগরকান্দা-সালথা ফরিদপুর আসন-২ এর নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় নামতে পারছেন না। এদিকে তৃণমূল নেতাকর্মীদের দাবি, কেন্দ্রীয় কমিটির নেতারা অতি দ্রুত ফরিদপুরের যেসকল নেতাকর্মীরা জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা থেকে বিরত থাকছেন তাদেরকে প্রচার-প্রচারণায় নামানোর জন্য নির্দেশ দেয়া হয়। কিছু নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে থাকলেও ৮০ ভাগ নেতাকর্মীরা পুলিশ গ্রেফতারের আতঙ্কে নির্বাচনী মাঠ ছেড়ে অন্যত্র আত্মগোপনে আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।