Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফটিকছড়িতে নৌকার শোডাউন ও গণমিছিল

ফটিকছড়ি থেকে সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মহাজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নৌকা প্রতীকের সমর্থনে ফটিকছড়ি সদরে বিশাল শোডাউন গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ শোডাউনে ফটিকছড়ির দুটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন থেকে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের অন্তত ১০-১২ হাজার নেতাকর্মী-সমর্থক অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। ফটিকছড়ি মহাসড়কস্থ মনিরা কমিউনিটি সেন্টারের সম্মুখ থেকে সকলের অংশগ্রহণে এ বিশাল গণমিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে এক সংক্ষিপ্ত গণজমায়েতে মিলিত হয়। উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম সোলাইমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আলহাজ ফখরুল আনোয়ার, জেলা আ.লীগ নেতা হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, তরিকত ফেডারেশনের যুগ্ম-মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী ও কেন্দ্রীয় নেতা সৈয়দ আফতাবুল বশর মাইজভান্ডারী, উপজেলা আওয়ামীলীগ নেতা সা’দত আনোয়ার সাদী, কামাল পাশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, রোসাংগীরি ইউপি চেয়ারম্যান শোয়েব আল সালেহীন, সমিতিরহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ কালু, পাইন্দং ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বপন, লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহিন, নারায়ণহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা তরিকত ফেডারেশন সভাপতি বেলাল উদ্দীন শাহ, সাধারণ সম্পাদক আলমগীর আলম, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা লীগের সহ-সভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশু, ধর্ম বিষয়ক সম্পাদিকা সেলিনা সফি, কৃষি বিষয়ক সম্পাদিকা রহিমা মুনসুর, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রায়হান আহাদ, উপজেলা আ.লীগ নেতা এমদাদুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর, আবু জাফর বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, নাজিরহাট কলেজের সাবেক জিএস আব্দুল কুদ্দুস, হাসিবুন সোহাদ চৌধুরী সাকিব প্রমুখ।
বক্তারা বলেন, নির্বাচনে নৌকা প্রতীকের ভোট দিয়ে ফটিকছড়ির উন্নয়ন অব্যাহত রাখতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ