Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনা-৩ আসনে ফুরফুরে আ.লীগ বিএনপিতে বিদ্রোহ

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আ.লীগ ফুরফুরে মেজাজে আর বিএনপিতে বিদ্রোহী ক্রমান্বয়ে দানা বাধছে। পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) নির্বাচনী হাওয়া জোরেসরে বইতে শুরু করেছে। ইতোমধ্যে প্রার্থী এবং তার নেতাকর্মী, সমর্থক মাঠে নেমে পড়েছেন।

নির্বাচনকে সামনে রেখে বড় দু’টি রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা মাঠে ময়দানে থাকলেও অন্য সব দলের কোনো কর্মকান্ড পরিলক্ষিত হচ্ছে না। আলহাজ হাসানুল ইসলাম রাজা বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। ঋণখেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল হয়। তবে বিএনপির বিদ্রোহী প্রার্থী আলহাজ হাসানুল ইসলাম রাজা স্বতন্ত্র প্রার্থী হয়ে তার মনোনয়ন আপিল করে ফিরে পেয়ে সিংহ প্রতীকে প্রচারণা চালাচ্ছেন। তার প্রচারণায় বিএনপির অনেক নেতাকর্মী-সমর্থক মাঠে নেমে পড়েছেন। ভোটারদের মুখে তার নামজশ শোনা যাচ্ছে। বর্তমান সংসদ সদস্য আলহাজ মো. মকবুল হোসেন আ. লীগের একক প্রার্থী হয়ে ফুরফুরে মেজাজে নির্বাচনী মাঠে বিচরণ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ