Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনে বিদেশী অস্ত্রসহ বনদস্যু গ্রেফতার

প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সুন্দরবনের পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের গহীন বনে অভিযান চালিয়ে বিদেশী দোনলা বন্দুক ও গুলিসহ এক বনদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ ও কোস্টগার্ড পশ্চিম জোন এর সদস্যরা। আজ সকাল সাড়ে ৭ টার দিকে সুন্দরবনে ৪৫ নং কম্পার্টমেন্টের আওতায় শুকদিয়া খাল এলাকা থেকে বনদস্যু মঞ্জু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক মল্লিক (৪৫) কে গ্রেপ্তার করা হয়। সে বাগেরহাট জেলার রাম পাল থানার ঝনঝনিয়া গ্রামের আহম্মদ মল্লিকের ছেলে। র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার লে. কমান্ডার মাহফুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বনদস্যু মোস্তাক মল্লিককে আটক করা হয়।এসময়ে তার স্বীকারোক্তি মতে ঘটনা স্থল থেকে একটি দোনলা বিদেশী বন্দুক, গুলি ও ৫৯ পিস ভারতীয় ৫ শত টাকার নোট এবং মোবাইল ও ৮টি সিম উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ