Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুখালীতে বুলবুলের ব্যাপক গণসংযোগ

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের মহাজোট ও আ.লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সিনিয়র সচিব মনজুর হোসেন বুলবুল গাজনা ইউনিয়নের গাজনা পূর্ণ চন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একং কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল স্কুল মাঠে দুটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মধুখালী উপজেলায় ১১টা থেকে ব্যাপক গণসংযোগ ও ১০টি পথসভায় বক্তব্য রাখেন। রাতের জনসভা দুটিতে সংশ্লিষ্ঠ ইউনিয়নের সভাপতি মো. আকরাম হোসেন মিয়া, শেখ আ. জলিল সভাপতিত্ব করেন।

এছাড়া বুধবার সকালে মধুখালী বাজারে মাহিন্দ্র শ্রমিক ইউনিয়নের সাথে পরে বাগাট ইউনিয়নের বন্দর বাগাট উত্তর পাড়া, বাগাট বাজার, ঘোপঘাট বাসস্টান্ড, পাইকপাড়া রেলগেট বাজার, মিটাইন স্কুল মাঠ, রায়জাদাপুর, নওপাড়া ইউনিয়নের সীতারামপুর, নওপাড়া বাজার, চোপেরঘাট, ভুষনা লাখণদিয়া সহ ১০টি পথসভা ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের মহাজোট এর নৌকা প্রার্থী মনজুর হোসেন বুলবুল বক্তব্য রাখেন।

তিনি বলেন, সারাদেশের উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আর একবার দরকার প্রধান মন্ত্রী দেশ রত্ম শেখ হাসিনা হাসিনার সরকার।
১০টি পথসভা ও দুটি জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, ঢাকা মহানগর (দক্ষিণ) আ‘লেিগর যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিলিপ রায়, বাংলাদেশ মহিলা আ.লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কিরিক, উপজেলা আ.লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য মনোজ সাহা, মধুখালী উপজেলা জাপা সভাপতি আলি আহমদ মৃধা, উপজেলা আ‘লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, অ্যাডভোকেট আলিউজ্জামান খোকন, মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, এম এম বাবুল আক্তার, জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, বাগাট ইউনিয়ন আ‘লীগের সভাপতি মো. শাহজাহান মোল্যা, গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্যা, কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুল বাসার, টিকে গ্রুপের চেয়ারম্যান গোলাম মাঈনুদিন মনির, নওপাড়া ইউনিয়ন আ‘লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন ইকরাম, গাজনা ইউনিয়নের সাধারণ সম্পাদক সুখেন মজুমদারসহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ