Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকার গণজোয়ার দেখে স্বাধীনতা বিরোধীরা চোরাগুপ্তা হামলার ভয় দেখায় -রেলপথ মন্ত্রী মুজিবুল হক

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ৭:২৬ পিএম

রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, নৌকার গণজোয়ার দেখে স্বাধীনতা বিরোধীরা চোরগুপ্তা হামলার ভয় দেখায়। জামায়াত বিএনপির কোন প্রকার জনসমর্থন নেই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। এরা কোনদিন মানুষের সমর্থন নিয়ে নির্বাচন করতে পারেনি এরা অস্ত্রের ভয় দেখায় এরা অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে ভোট নিতে চায়। এদের এসব অশুভ পরিকল্পনা কোনদিন সফল হবেনা।
মন্ত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২০ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন,জামায়াত বর্তমানে বিএনপির মার্কা নিয়ে ভোট চাইতে এসেছে এরা বারে বারে রূপ পাল্টায়। আওয়ামীলীগ কোনদিন মার্কা পাল্টিয়ে ভোট চাইতে আসেনি এবং ভবিষ্যতেও আসবে না। আওয়ামীলীগ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকেই নৌকা নিয়ে নির্বাচন করেছে বর্তমানেও নৌকা নিয়ে মাঠে এসেছে।
জামাত ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করে অথচ ধর্মের জন্য কিছুই করে না। এদের ধর্মনিয়ে ব্যবসার সকল অপকৌশল সম্পর্কে সাধারণ মানুষ বুঝেগেছে। তাই সারা দেশে এদের কোথাও কোন অবস্থান নেই। বর্তমানে জামাত বাংলাদেশে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ একটি দল। এরা ধর্ম ব্যবসায়ী এরা সুযোগ সন্ধ্যানী তাই তাদের যে ভাবে দেশবাসী প্রত্যাখান করেছে চৌদ্দগ্রামবাসীও প্রত্যাখান করেছে তাই চৌদ্দগ্রামে ভোট চাইতে আসেনি।
পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সোবহান ভূঁঞা হাসান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, কুমিল্লা জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল খায়ের, আওয়ামীলীগ নেতা এডভোকেট ড. আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের আহব্বায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলমপ্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ