পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বগুড়া-৩ আসনে ধানের শীষ প্রতীক পেলেন বিএনপির মাসুদা মোমেন। বৃহস্পতিবার হাইকোর্টের এক আদেশে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা আপিলের রায়ে গত সোমবার আদালত বগুড়া-৩ আসনের বিএনপির প্রার্থী আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদারের মনোনয়ন বাতিল করেন। এতে এ আসনে বিএনপির প্রার্থী শূন্য হয়। মাসুদা মোমেন ধানের শীষ প্রতীক পাওয়ায় নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। গত সোমবার থেকে তারা চরম হতাশার মধ্যে ছিল।
বগুড়া-৩ আসনে এবার বিএনপির মনোনয়ন জমা দিয়েছিলেন ৩জন। এরা হলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগোঠনিক সম্পাদক দুইবারের সাবেক এমপি আব্দুল মোমেন তালুকদার খোকা, তার সহধর্মিনী মাসুমা মোমেন, খোকার ছোট ভাই আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার।
উপজেলার চেয়ারম্যান পদথেকে পদত্যাগ না করায় মহিত তালুদারের মনোনয়ন বাতিল হয় এবং সাবেক এমপি আব্দুল মোমেন তালুকদার খোকা মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে এ আসসে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদা মোমেনকে চূড়ান্ত করা হয়।
এদিকে মার্কা চূড়ান্তের শেষ দিনে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার হাইকোর্টে রিট করে নির্বাচনে আংশগ্রহণের বৈধতা ফিরে পেলে বিএনপি মাসুদা মোমেনকে বাদ দিয়ে মহিত তালুকদারের মনোনয়ন চূড়ান্ত করে তাকে ধানের শীষের প্রতীক দেয়। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলে গত ১৭ ডিসেম্বর সোমবার আপিলের রায়ে আদালত তার মনোনয়ন আবারো বাতিল করেন। এতে এ আসনে বিএপির প্রার্থীশূন্য হলে গত বৃহস্পতিবার মাসুদা মোমেন ধানের শীষের প্রতীক ফিরে পেতে হাইকোর্টে রিট করলে আদালত তাকে ধানের শীষ প্রতীক বরদ্দ দেয়ার জন্য নির্দ্দেশ প্রদান করে। এই সংবাদ এলাকায় ছড়িয়ে পরলে এলাকায় বিএনপির নেতাকর্মীরা আনন্দ আর উচ্ছ্বাসে মেতে ওঠে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।