বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সবার জন্য শতভাগ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা নির্বাচন কমিশনের পক্ষে প্রায় অসম্ভব। নির্বাচনে অংশগ্রহণের জন্য
সবদলের জন্যই লেভেল প্লেয়িং ফিন্ড নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বৃহস্পতিবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধণ শেষে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। তিনি আরো বলেন, সারা দেশে নির্বাচনী প্রচার কাজে যে বিচ্ছিন্ন হামলার কথা বলা হচ্ছে এ বিষয়ে যদি কেউ নির্বাচন কমিশনে অভিযোগ করে তখন নির্বাচন কমিশন যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমার ভোট দিতে পারবোতো সন্দেহ দুরকরতে কমিশন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। আপনারা সুষ্ঠু ভাবে ভোট গ্রহন করে এজেন্টের উপস্থিতিতে ভোট গননা করে কেন্দ্রেই ফলাফল দিয়ে চলে আসবেন এবং রির্টানিং অফিসার অথবা সহকারী রির্টানিং অফিসারের নিকট ওই ফলাফল জমাদিবেন। গাইবান্ধা জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা জি.এম সাহতাব উদ্দিন, গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার বি এস ব্রজেন্দ্র নাথ রায় প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।