পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
সম্প্রতি অতিরিক্ত-সচিব (শৃঙ্খলা-নার্সিং) সুভাস চন্দ্র সরকারের নেতৃত্বে “আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস” উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে প্রায় ১৪০০-এর অধিক নার্স মিডওয়াইফদের সমন্বয়ে র্যালিটি শুরু হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সম্মুখে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ নার্সিং কাউন্সিল ও সেবা পরিদপ্তরের উদ্যোগে এবং ইউএনএফপিএ, নেস্লে নিউট্রিশন ইনস্টিটিউট, ব্র্যাক ও অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালিত হয়। এ বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. শরফুদ্দিন আহমেদ, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম, পরিচালক (শিক্ষা) সেবা পরিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি কাউন্সিল অধিদপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ, নেস্লে বাংলাদেশ লিমিটেড, ব্র্যাকের কর্মকর্তাগণ এবং দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিগণ। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।