Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এই দিনে দেশে প্রথম আদালত বসেছিল

সুপ্রিম কোর্ট দিবস আজ

মালেক মল্লিক: | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৫ এএম


ক্স বিচার বিভাগ সম্পর্কিত প্রমাণ্যচিত্র প্রদশর্নী হবে
আজ ১৮ ডিসেম্বর। সুপ্রিম কোর্ট দিবস। ১৯৭২ সালের আজকের এই দিনে প্রথম বসেছিল সুপ্রিম কোর্ট। এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এবার দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট মোঃ আবদুল হামিদ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচারপতি, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সর্বোচ্চ আদালতের বিচারিক কার্যক্রম ১২টায় মধ্যে সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে দেশের ক্রান্তিলগ্নে বিচার বিভাগ তথা সুপ্রিম কোর্টের ভূমিকা ও ইতিহাস ঐতিহ্য নিয়ে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আইনজীবীরা। তাদের মতে, এর মাধ্যমে তরুণ প্রজন্ম বিচার বিভাগের তথা সর্বোচ্চ আদালতের ইতিহাস জানতে পারবে। এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমান ইনকিলাবকে বলেন, এবছর দ্বিতীয় বারের মতো সুপ্রিম কোর্ট দিবস উদযাপন করা হচ্ছে। যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি আরো বলেন, দেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট কি ধরনের অবদান রেখেছেন এই সম্পর্কিত একটি প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। এছাড়াও একটি স্মারক উন্মোচন করা হবে। এতে উচ্চ আদালতের বিচারপতি ও কর্মকর্তা ও আইনজীবীদের নিয়ে সংকলন করা হয়েছে। সুপ্রিম কোর্ট রেজিস্টার অফিস সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর প্রথম বসেছিল সুপ্রিম কোর্ট। ঐতিহাসিক এ দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতিবছর ১৮ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট খোলা রাখার সিদ্ধান্ত হয়।
কর্মসূচি: দিবসটি উপলক্ষে রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছে। আইনজীবী সমিতির উদ্যোগে ল’ইয়ার্স মেডিটেশন সোসাইটির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে। দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে দেশের ক্রান্তিলগ্নে বিচার বিভাগ তথা সুপ্রিম কোর্টের ভূমিকা ও ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়াও একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। প্রেসিডন্ট মোঃ আবদুল হামিদ প্রধান অতিথির ভাষণ দিবেন। বিশেষ অতিথি বক্তব্য রাখবেন আইনমন্ত্রী আনিসুল হক। শুরুতে স্বাগত বক্তব্য দেবেন আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার। এরপর শুভেচ্ছা বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন । সূত্রে জানা যায়, দিবস উদযাপনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়ছে। সর্বোচ্চ আদালতের বিচারিক কার্যক্রম ১২টায় সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। রেজিস্ট্রার জেনারেল ড. মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে অতিথিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য ওইদিন ১২টায় স্পেশাল সিকিউরিটি ফোর্স অনুষ্ঠানস্থল এবং তৎসংলগ্ন এলাকার দায়িত্বভার গ্রহণ করবে। এমতাবস্থায় প্রধান বিচারপতি অনুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন করতে এবং অতিথিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ ১২টায় সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, ২০১৭ সালের প্রথমবারে মতো দিবসটি পালন করা হয়। এবছর দ্বিতীয় বাারের মতো সুপ্রিম কোর্ট দিবস পালন করা হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপ্রিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ