Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাফরুল্লাহ-নিক্সন গ্রুপে ফের সংঘর্ষ

সদরপুর আ.লীগের ঘরের আগুন রাস্তায় আহত ৩০ : থানা ঘেরাও

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালীতে নৌকার প্রার্থী কাজী জাফর উল্লার সমর্থক শিশু খাঁর সাথে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থক ইউনিয়ন চেয়ারম্যান মো. ওমর ফারুকের সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় কমপক্ষে ৩০জন আহত হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এদিকে ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মো. ওমর ফারুককে আটক করা হলে পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে। হাজার হাজার সমর্থক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সদরপুর থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।
একই সময় ঢাকা-খুলনা মহাসড়ক বন্ধ করে দেয়া হয়। পরে মধ্যরাতে স্বতন্ত্র প্রার্থী মুজিবর রহমান নিক্সন চৌধুরী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সকলের আলাপ আলোচনায় চেয়ারম্যানকে মুক্তি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, নৌকার প্রার্থী কাজী জাফরুল্লার সমর্থক শিশু খাঁর সাথে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থক ওমর ফারুকের মধ্যে ভোট চাওয়া নিয়ে সংর্ঘষ বাধে। এতে দুপক্ষের প্রায় ৩০ জন সমর্থক আহত হয়। পরে চেয়ারম্যান মো. ওমর ফারুক থানায় গিয়ে অভিযোগ দিতে গেলে তাকে আটক করা হয়। বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী মুজিবর রহমান নিক্সন চৌধুরী বলেন, আমার সমর্থকদের সাথে নৌকার সমর্থকদের সাথে সংর্ঘষ হয়। পরে পুলিশ আমার সমর্থক ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যানকে আটক করে। খবর পেয়ে আমি তিন থানার জনগণকে সাথে নিয়ে প্রশাসনকে বোঝাতে সক্ষম হলে তারা সেটা বিবেচনায় নিয়ে তাকে ছেড়ে দেয়। এ ঘটনার পর পিয়াজখালী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



 

Show all comments
  • G.M. Sydur Rahman Rahab ১৮ ডিসেম্বর, ২০১৮, ১:৪৯ এএম says : 0
    মার ঘুরিয়ে,,,নিক্সনের মতো কলিজাওয়ালা ছেলে গুলোই বদমাইশকে শায়েস্তা করতে পারে,
    Total Reply(0) Reply
  • Zulfiqar Ahmed ১৮ ডিসেম্বর, ২০১৮, ১:৫০ এএম says : 0
    ভালো তো, শয়তানে শয়তানে লড়াই। এভাবেই ওরা ধ্বংস হবে।
    Total Reply(0) Reply
  • Amdad ১৮ ডিসেম্বর, ২০১৮, ১:৫১ এএম says : 0
    চালিয়ে যাও ভাতিজারা। তোমাদের পাপ এতটায় জমে গেছে যে, তোমরা নিজের নিজেরা কামড়াকামড়ি করে শেষ হয়ে যাবা।
    Total Reply(0) Reply
  • Rubel khan ১৮ ডিসেম্বর, ২০১৮, ১:৫২ এএম says : 0
    নিক্সনের কাছে জাফরুল্লাহ রাজাকারের কোনো খানা আছে। এবার নিক্সনই জিতবে, তাতে কোনো সন্দেহ নেই।
    Total Reply(0) Reply
  • রিপন ১৮ ডিসেম্বর, ২০১৮, ১:৫২ এএম says : 0
    Good News what make me happy
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ