সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে কাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে আসবেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।
অনুষ্ঠানের অতিথিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মঙ্গলবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম ১২ টার মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। সোমবার (১৭ ডিসেম্বের) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ড. মো. জাকির হোসেন।
এতে বলা হয়, ‘আগামী ১৮ ডিসেম্বর বিকেল তিনটায় সুপ্রিম কোর্ট দিবস উদযাপন উপলক্ষে সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ওই আলোচনা সভায় প্রেসিডেন্ট মো.আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন।
এছাড়া অনুষ্ঠানে আগত অতিথিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠানের দিন দুপুর ১২টা থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স অনুষ্ঠানস্থল এবং তৎসংলগ্ন এলাকার দায়িত্বভার গ্রহণ করবেন।
প্রেসিডেন্ট ও অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মঙ্গলবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম ১২ টার মধ্যে শেষ করতে প্রধান বিচারপতির নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
২০১৭ সালের ২৫ অক্টোবর উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।