Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ঝিনাইদহ সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদককে থানায় তলব!

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জে এম রশিদুল আলমকে পুলিশ থানায় আটকে রাখা হয়। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে থানায় ডেকে এনে আটকে রাখা হয়। সন্ধ্যা পর্যন্ত তিনি থানায় আটক ছিলেন। ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, উপরের নির্দেশে জে এম রশিদুল আলমকে থানায় ডেকে আনা হয়েছে। পুলিশ সুপার থানায় আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। ঝিনাইদহ সদর থানায় আটক আওয়ামী লীগ নেতা জে এম রশিদুল আলম জানান, নির্বাচন নিয়ে পরামর্শ করার জন্য তাকে থানায় আসতে বলা হয়েছে। সে মোতাবেক আমি দুপুর ১২টা থেকেই থানায় এসে বসে আছি। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজ বাহার আলী শেখ জানান, জে এম রশিদুল আলমের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্বাচনের ডিউটি বণ্টন নিয়ে আমরা খুব ব্যস্ত আছি। পরে বিষয়টি জানানো হবে। এদিকে জে এম রশিদুল আলমকে থানায় আটকে রাখার খবর পেয়ে ঝিনাইদহ সদর থানায় ছুটে আসেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এড আজিজুর রহমান, জেলা আ’লীগের সহ-সভাপতি এড আব্দুর রশিদ, সহ-সভাপতি আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটনসহ অর্ধশত নেতাকর্মী। থানা চত্বরে অপেক্ষমাণ আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, জে এম রশিদুল আলমকে থানায় ডেকে এনে গারদে আটকে রাখা হয়। পরে আমরা অনুরোধ করে ওসি তদন্তের রুমে বসানোর ব্যবস্থা করি। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এড আজিজুর রহমান জানান, আলাপ আলোচনার জন্য রশিদকে থানায় ডেকে আনা হয়েছে। তাকে তো আর আটক করেনি। তিনি জানান, পুলিশ সুপার আলতাফ হোসেন নির্বাচনী কাজে ব্যবস্থা আছেন। তিনি আসলেই আলাপ আলোচনার ভিত্তিতে রশিদকে নিয়ে যাব। এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, জে এম রশিদুল আলম অহরহ নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করছিলেন। তাকে বার বার থানায় আসতে বলা হয়েছে। কিন্তু তিনি থানায় আসেননি। শুক্রবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদ ও সতর্ক করার জন্য থানায় ডেকে আনা হয়েছে। আমরা নির্বাচনী কাজে ব্যস্ত আছি। তার ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, আওয়ামীলীগ নেতা রশিদকে আটকে রাখার বিষয়টি যারা দলীয় প্রভাব বিস্তার করে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করছে, তাদের জন্য একটি বার্তা মাত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ