Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেকেন্ড অফিসার বলেন ডাকাতি ওসি বলেন ছিচকে চুরি!

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার দুই বাড়িতে ডাকাতি হয়েছে। শুক্রবার ভোর রাতে ১০/১২ জনের ডাকাতদল শহরের আড়পাড়া গ্রামের প্রমানিক পাড়ার মাহামুদুল মনির ও আব্দুল মালেক মহুরীর বাড়িতে হানা দিয়ে নগদ ৫৫ হাজার টাকা ও ১৬ ভরি সোনাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে ডাকাতরা বাড়ির মালিক আব্দুল মালেককে কুপিয়ে জখম করে। আহত আব্দুল মালেককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শুক্রবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন ও সহকারী পুলিশ সুপার আলী আজম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়ির মালিক মাহামুদুল মনির জানান, রাত আড়াইটার দিকে ১০/১২ জনের ডাকাতদল বিভক্ত হয়ে দুই বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা তালা, গেট, দরজা ভেঙ্গে ধারালো অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে বেঁধে ফেলে। এ সময় ডাকাতদল বাড়ির আলমারি ভেঙ্গে তার নগদ ১৫ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। অপরদিকে পাশের বাড়ির আব্দুল মালেক মহুরির বাড়িতে একই কায়দায় প্রবেশ করে নগদ ৪০ হাজার টাকা ও ৫ ভরি সোনা লুট করে। ডাকাতি করার সময় বাধা দিলে মালিক আব্দুল মালেককে কুপিয়ে জখম করে ডাকাতরা। কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, শহরের আড়পাড়া প্রমানিক পাড়ার দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩/৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। তবে কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন ভিন্ন কথা। তিনি বলেন ছিচকে চোরেরা দুই বাড়ির তালা ভেঙ্গে ঢুকে ৪/৫ ভরি সোনা ও ১৫/২০ হাজার টাকা নিয়ে গেছে। এটা নিছক চুরি বলে তিনি দাবী করেন। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হলে বলেও তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ