Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বেনাপোলে বৈদেশিক মুদ্রা ও মোবাইল সেটসহ আটক ১

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে শনিবার দুপুরে ২০ হাজার ২০০’শ মার্কিন ডলার, ৭ হাজার ৫ শত ভারতীয় রুপি, ১৮ হাজার বাংলাদেশি টাকা ও ৭টি দামি মোবাইল সেটসহ মোহাম্মদ হক (৫০) নামে এক মুদ্রা পাচারকারিকে আটক করেছে বিজিবি।
আটক মোহাম্মদ হক ঢাকার গাজীপুর জেলার সদর থানার নিলনগর কালের ভিটা এলাকার ফজলুর রহমানের ছেলে। আটক যাত্রীর পাসপোর্ট নাম্বার বিআর ০৭৫২০৩৯, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সূত্রে খবর আসে ভারত থেকে আসা এক পাসপোর্টযাত্রী বিপুল পরিমান মার্কিন ডলার ও ভারতীয় রুপি নিয়ে বাংলাদেশ কাস্টমস পার হয়ে প্যাসেন্জার টার্মিনাল এলাকায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ২০ হাজার ২’শ মার্কিন ডলার, ৭ হাজার ৫’শ ভারতীয় রুপি, ও ৭টি মোবাইল সেটসহ তাকে আটক করে । সব মিলে যার মূল্য ২০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
আটক মুদ্রাপাচারকারিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ