Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

বাগেরহাট জেলা সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে আব্দুল্লাহ নামে পাঁচ বছরের শিশু ইজিবাইকের নিচে চাপা পড়ে মারা গেছে।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে পোলেরহাট বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত শিশু আলতিবুরুজবাড়িয়া গ্রামের দিনমজুর বাচ্চু হাওলাদারের ছেলে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম জানান, বাগেরহাট-বগী আঞ্চলিক সড়কের পোলেরহাট বাজারে ইজিবাইকের নিচে পাঁচ বছরের এক শিশু চাপা পড়ে। পরে স্থানীয়রা শিশুটিকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। থানায় এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
দুর্ঘটনার পরে ইজিবাইকের চালক বাইকটি ফেলে পালিয়ে গেছেন। পোলেরহাট ফাঁড়ির পুলিশ ইজিবাইকটি জব্দ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ