Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধাপরাধ মামলায় আটক যশোরের লুৎফর ঢামেকে মারা গেছেন

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : যুদ্ধাপরাধ মামলায় আটক যশোরের লুৎফর মোড়ল (৭৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ঢামেক সূত্রে জানা গেছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, গত ১৬ মার্চ লুৎফর মোড়লকে এখানে ভর্তি করা হয়। তিনি সার্জারি ওয়ার্ডে ছিলেন এবং কারা হেফাজতেই তার মৃত্যু হয়।
গত বছর সেপ্টেম্বরে যশোরের কেশবপুরের পরচক্রা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত জয়নাল মোড়লের ছেলে। আটক হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন তিনি। গত সেপ্টেম্বরেই তাকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত বছর ৮ সেপ্টেম্বর লুৎফর মোড়লসহ ৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল। এতে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ পাঁচটি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ