বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম প্রেস ক্লাব, পেশাজীবী, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন সংগঠন দিবসটি উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, নগরভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কর্পোরেশনভুক্ত বিদ্যালয় ও কলেজসমূহের স্কাউট, গার্লস গাইড, রোভার-রেঞ্জার, ক্লাব এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কর্ণফুলী সেতু সংলগ্ন বাকলিয়া সিটি কর্পোরেশন স্টেডিয়ামে সমাবেশ, জাতীয় ও কর্পোরেশনের পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ এবং ডিসপ্লে। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এরপর মেয়র কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। এছাড়া ১৭ ডিসেম্বর সকাল ১১টায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান হবে।
এদিকে বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে সকাল ১০টায় দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে ‘বিজয় র্যালি’ বের হবে। র্যালীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। র্যালীতে অংশ নেয়ার জন্য বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সকল শ্রেণির জনগণকে অনুরোধ জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।