বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে ১০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল করিমকে একই দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মনিরুল করিম তার নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। আজ শুক্রবার দুপুরে তার নিজ বাসভবন প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তিনি এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে জানান, “পৌর নির্বাচনে ১০নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হওয়ায় তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়া হচ্ছে। গত বৃহস্পতিবার রাতে তিনি বাড়ী ফেরার পথে আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ও একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রায়হানের নেতৃত্বে অস্ত্র হাতে নিয়ে সোহেল, ছগীর ও বেলালসহ ৪ জন তাকে হত্যার হুমকি দেন। পরে স্থানীয় লোকজনকে আসতে দেখে তারা অস্ত্র লুকিয়ে ফেলে। তারা আওয়ামী লীগের নাম বিক্রি করে মাদক ব্যবসার চক্র গড়ে তুলেছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে শুক্রবার সকালে তার নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন বলে জানান আওয়ামী লীগের এ নেতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।