Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরশুরামে ইউএনওকে লাঞ্ছিত করলেন আ’লীগ নেতা

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীর পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম রকিব হায়দারকে প্রকাশ্যে কিল ঘুষি মেরে লাঞ্ছিত করেছেন জেলা আওয়ামী লীগ নেতা খায়ুরুল বাসার তপন। আজ শুক্রবার সকাল ১০টা দিকে পরশুরামের শলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার পরশুরামের বিলোনীয়না নৌ-বন্দর পরিদর্শনে যাচ্ছিলেন নৌ-মন্ত্রী শাজাহান খান। সে সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাসার তপন মন্ত্রীকে শলিয়া এলাকায় নামানোর চেষ্টা করেন। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম রকিব হায়দার তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তপন প্রকাশ্যে দায়িত্বরত ইউএনওকে কিল ও ঘুষি মেরে লাঞ্ছিত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনীর জেলা প্রশাসক মো. আমিনুল আহসান জানান, আহত নির্বাহী কর্মকর্তা রকিব হায়দারকে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ