Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশি ছাত্রীর লাশ ডিমলা সীমান্তে : থানায় নিখোঁজের জিডি করতে গেলে জিডি নেয়নি পুলিশ

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীর ডিমলা সীমান্তে ৩য় শ্রেণির ছাত্রীকে হত্যার পর লাশ বালু দিয়ে চাপা দেয়ার ঘটনা ঘটেছে।বুধবার বিকালে ভারতের অভ্যন্তরে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসীকে সংবাদ দিলে বাংলাদেশের পূর্ব ছাতনাই ইউনিয়নে নিখোঁজ ছাত্রীর পরিবারটি লাশ শনাক্ত করে। পরে লাশ ভারতের পুলিশ নিয়ে যায়। আজ ভারতে লাশ ময়নাতদন্ত শেষে বিকালে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। মেয়েটির পরিবারের দাবি ১লা মে সন্ধ্যায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই গুচ্ছ গ্রামের ইয়াছিন আলীর কন্যা ও দক্ষিণ ঝাড়সিংশ্বের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ইয়াছমিন আক্তার (১০) নিখোঁজ হয়। ঘটনার দিন বিকালে তিস্তার পাড়ে গ্রোয়িং বাঁধ সংলগ্ন নদীর পাড়ে ১০-১২ জন প্রতিবেশী শিশুসহ ইয়াছমিন খেলা করছিল। এমন সময় সেখানে অপরিচত দুজন মানুষ তাদের খেলা দেখছিল। তাদের বয়স ২০-২৫ বছর হবে বলে ইয়াছমিনের খালা ও দোহলপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী হোসনে আরা (১৩) জানায়। তারা আরও জানান,অপরিচিত দুজন তাদের দেখে হাসাহাসি করছিল।সন্ধ্যায় সময় আমরা সকলে বাড়ি গেলেও ইয়াছমিন গরু আনার জন্য ক্ষেতে যায়। এলাকাবাসীর ধারণা,অজ্ঞাত যুবকদ্বয় তাকে ডেকে নিয়ে যেতে পারে। ইয়াছমিনের বাবা ইয়াছিন আলী, হায়দার আলী ভুঁইয়া গত ৩রা মে ডিমলা থানায় জিডি করতে গেলেও পুলিশ ৩ ঘণ্টা বসিয়ে রেখেও জিডি নেয়নি। বুধবার বিকালে লাশের সংবাদ শুনে বিজিবির ৭ ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল মোস্তাফিজুর রহমান, থানার হাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কালাম আজাদ ও ভারতের বিএসএফের পক্ষে ১৩ ব্যাটালিয়ন রানীনগর কোম্পানি কমান্ডার একে ঠাকুর পতাকা বৈঠক করেন। লাশটি ভারতের অভ্যন্তরে ৫ গজ ভিতরে থাকায় বিএসএফ লাশটি দিতে অস্বীকৃতি জানায়। পরে সেখানে ডিমলা থানার ওসি (তদন্ত) হারিছুল ইসলাম ও মেকলীগঞ্জ থানার ওসি রাজু শর্মা পৃথক বৈঠক করেন। ভারতের পুলিশ জানিয়েছে, লাশ ময়না তদন্ত শেষে আজ শুক্রবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ