Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে যুবলীগ নেতার আত্মহত্যা

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী নগরীতে রেজাউল করিম আপেল নামে এক যুবলীগ নেতা আত্মহত্যা করেছেন। আপেল নগরীর ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ওই ওয়ার্ডের কাউন্সিলর আবু বাক্কার কিনুর ভাতিজা। আজ শুক্রবার সকালে নগরীর রাজারহাতা এলাকার নিজ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
যুবলীগ নেতার পরিবারের ভাষ্য, স্ত্রীর ওপর অভিমান করে সকাল সোয়া আটটার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দেন তিনি। প্রায় ২০ দিন আগে পারিবারিক কলহের জেরে দুই ছেলে-মেয়ের জনক রেজাউল করিম আপেলকে ছেড়ে বাবার বাড়ি চলে যান তার স্ত্রী। এরপর বিভিন্ন সময় তাকে ফিরিয়ে আনতে গিয়ে ব্যর্থ হন। এতে অভিমান করে আত্মহত্যা করেন।
এদিকে, নগরীর বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক ব্রজ গোপাল জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে গিয়ে তারা লাশ উদ্ধার করেন। এনিয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। এছাড়া তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছেন। এনিয়ে নিহতের বা মনোয়ারা বেগম থানায় অপমৃত্যু মামলা দিয়েছেন। তারা আইনত ব্যবস্থা নিচ্ছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ