Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ৩ জেএমবি সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীর কমলাপুর থেকে জেএমবির ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতরা হলো- আব্দুল হাকিম, নোমান ও শফি। গত বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০টি কমান্ডো নাইফ, ১টি ডাবল এডজ, ১টি মিশেট, ৩০টি আইইডি কন্টেইনার ও দেড় কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। তারা নির্বাচনে টার্গেট কিলিং এবং থার্টিফাস্ট নাইটে কক্সবাজারে নাশকতার পরিকল্পনা করছিলো। তিনি আরও বলেন, হাকিম জেএমবির কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক প্রধান। ২০১৩ সালে সে জেএমবিতে যোগ দেয়। নোমান জেএমবির চট্টগ্রাম অঞ্চলের সামরিক শাখার প্রধান এবং শফি একই শাখার সদস্য। তাদের সবার বাড়ি কক্সবাজারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ