Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলমানরা বিশ্বে নির্যাতিত বিচারপতি আব্দুর রউফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মুহাম্ম্দ আব্দুর রউফ বলেছেন, মুসলমান তাদের দায়িত্ব সম্পর্কে অসচেতন। যার কারণে সারা বিশ্বে আজ মুসলমানরা নির্যাতিত। অমুসলিম দেশে সব চেয়ে বেশি মুলমানরা নির্মম নির্যাতন-নিপীড়ন ও গণহত্যার শিকার হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অপারেশন অন মুসলিম ইন মুসলিম কান্ট্রিস এক শীর্ষক সেমিনারে আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাস ব্যাপী সিরাতুন্নবী (সো.) উদযাপন উপলক্ষে আল কুরআন স্টাডি সেন্টার এই সেমিনারের আয়োজন করে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার মুহাম্ম্দ আব্দুর রউফ বলেন, অমুসলিম দেশে দেশে মুসলমানেরা আজ সবচেয়ে বেশি নির্যাতিত। সেখানে মানুষের মৌলিক অধিকার লুণ্ঠিত হচ্ছে। এই অধিকার ফিরিয়ে আনার জন্যই ইসলামের আগমন। আল কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করলেই একমাত্র শান্তি বয়ে আসবে। সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ড. ওমর ফারুক। এতে উপস্থিত ছিলেন সাবেক সচিব ব্যারিস্টার হায়দার আলী, অ্যাডভোকেট আশরাফ উজ জামান, অ্যাডভোকেট সাইফুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ