Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্নত মোতাবেক ইসলামের সমাজব্যবস্থা কায়েম করতে হবে

বার্ষিক সভায় আল্লামা জুনায়েদ বাবুনগরী

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

হেফাজতে ইসলামের মহাসচিব ও হাটহাজারি দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, নবীর সুন্নত মোতাবেক ইসলামের সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। পবিত্র কুরআনের শিক্ষা নিয়ে জীবন পরিচালনায় দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য কুরআন তেলাওয়াতের ফজিলত ও অলিদের সান্নিধ্য পাওয়ার জন্য নবীর শিক্ষাকে গ্রহণ করতে হবে। তৌহিদী জনতা ও মুমিন হতে হলে আল্লাহর কুরআনের পরিচিতির পাশাপাশি একনিষ্ঠভাবে নবীর প্রতি ভালবাসা অর্জন করতে হলে নবীর সকল আদর্শ পালন করা মুমিনদের জন্য ফরজ। দুনিয়ার সকল সমৃদ্ধি অর্জনে নামাজের কোন বিকল্প নেই। ঈমান, আক্বিদা রক্ষায় ইসলামের ৫ রুকন মেনে চলার জন্য তিনি সকল মুমিনদের প্রতি আহবান জানান। আল্লামা জুনায়েদ বাবু নগরী গতকাল বৃহস্পতিবার পটিয়া আল জামেয়াতুল আরবীয়া ইসলামীয়া জিরি মাদরাসার ২দিন ব্যাপী ১১২ তম বার্ষিক সভার প্রধান অতিথির বক্তব্য রাখতে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বাদ মাগরিব মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ মুহাম্মদ তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের বক্তব্য রাখেন মাওলানা ইয়াহিয়া মাহমুদ, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা সালাউদ্দিন, মাওলানা হাবিবুল হক ওয়াহিদ, আজিজুল হক আল মাদানী, মাওলানা নুরুল ইসলাম, মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা খোবাইব, মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোস্তাক আহমেদ, হাফেজ মুহাম্মদ হোসাইন, মাওলানা আবুল হাসেম, মাওলানা আবু মুসা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ