বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সহিংস উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমের জোরালো ভূমিকা রয়েছে। কোন জাতি-গোষ্ঠীর সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যার কারণে গণমাধ্যমকে ব্যবহার করে উগ্রবাদ ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সহিংস উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমের ভ‚মিকা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের জনগণ সবসময়ই উগ্রবাদের বিরুদ্ধে সোচ্চার। এছাড়া রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ইশতেহারে উগ্রবাদ প্রতিরোধের বিষয়টি সুস্পষ্টভাবে রাখতে হবে। আরেফিন সিদ্দিক বলেন, গণমাধ্যমকে অবশ্যই সংবাদের বস্তুনিষ্ঠতার প্রতি লক্ষ্য রাখতে হবে। পাঠকের আগ্রহ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে তথ্যের গভীরে যেতে হবে।
সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমানের সঞ্চালনায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মো. রফিকুজ্জামান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সারোয়ার, ইউএসএআইডির ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড গভার্নেন্স ডিরেক্টর র্যান্ডল ওলসনসহ সিনিয়র সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘সহিংস উগ্রবাদ প্রতিরোধ : গণমাধ্যম সহায়িকা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।