Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতপুর বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ১৪

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ ১৪জন বিএনপি দলীয় নেতা-কর্মী আটক হয়েছে। বুধবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে। আটক বিএনপি নেতারদের পরিবার সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে উপজেলার রিফায়েতপুর গ্রামের নিজ বাড়ি থেকে দৌলতপুর বিএনপি’র সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গলকে আটক করে পুলিশ। রাত ১২টার দিকে উপজেলার দাড়পাড়া গ্রাম থেকে দৌলতপুর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তাফাসহ তার ছেলেকে আটক করেছে। এছাড়াও একইরাতে তারাগুনিয়া গ্রামে অভিযান চালিয়ে দৌলতপুর বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক বিলাল হোসেনসহ তার ছেলেকে আটক করেছে পুলিশ। অপরদিকে উপজেলার বাগুয়ান গ্রাম থেকে বিএনপি নেতা ও ইউপি সদস্য হাসিবুর রহমান ওরফে হাসিব মেম্বর আটক হয়েছে। এনিয়ে বুধবার রাতে দৌলতপুর বিএনপি’র ১৪ জন নেতা-কর্মী আটক হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ