Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৎ পাত্রে ভোট দিন পাপের দায় থেকে বাঁচুন

ইসলামী আন্দোলন, নরসিংদী

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

৩০ ডিসেম্বর ভোট গ্রহণকে সামনে রেখে ইসলামী আন্দোলন নরসিংদীর প্রার্থীরা ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার নরসিংদী শহরে হাতপাখা নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন নরসিংদী-১ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন নরসিংদীর সেক্রেটারি আশরাফ উদ্দিন ভ‚ঁইয়া। ফজরের নামাজ শেষে তিনি শহরের সালিদা নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করে এরপর ভাগদী মারকাজ মসজিদ, মাদরাসা, শাপলা চত্বর, নবাববাড়ি, সাটিরপাড়া, ব্রাহ্মণপাড়া, ইউ এম সি নাগরিয়াকান্দা ইত্যাদি মহল্লায় হাতপাখা নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালান। এ সময় তার সাথে ছিলেন ইসলামী আন্দোলন নরসিংদীর সভাপতি মাওলানা আব্দুল বারী, ডাক্তার ইদ্রিস আলী, আব্দুল ওহাব মোল্লা, আতাউর রহমান, হাবিবুর রহমান প্রমুখ। ভোট প্রার্থনাকালে আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল বারি ও প্রার্থী আশরাফ উদ্দিন ভ‚ঁইয়া বলেন, ভোট হচ্ছে পবিত্র আমানত। সঠিক পাত্রে ভোট না দিলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অসৎ লোককে ভোট দিলে, নির্বাচিত হয়ে সে যদি অসৎ কাজ করে; তাহলে তার দায়ভার ভোটারকেও বহন করতে হবে। সৎপাত্রে ভোট দিন, পাপের দায়ভার থেকে বাঁচুন।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ১৩ ডিসেম্বর, ২০১৮, ১০:২৭ পিএম says : 0
    ইসলামশান্তি, ইসলাম ধর্ম মুক্তি, ইসলাম শিফা,ইসলাম রাজনীতি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ