Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনকালে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি থাকবেন ডিসি-ইউএনওরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:৪২ পিএম

শিক্ষা মন্ত্রণালয়জাতীয় সংসদ নির্বাচনকালীন নির্বাচনে মনোনয়ন পাওয়া ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না। এই সময় দায়িত্ব পালন করবেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারা। 

বুধবার (১২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিবেচনায় রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তার মনোনীত প্রতিনিধিরা যেসব প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি, গভর্নিংবডি বা অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভাগীয় শহরে বিভাগীয় কমিশনার, জেলা শহরে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা (ইউএনও) সভাপতির দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোটকেন্দ্রে ভোট নেবেন শিক্ষকরা। দলীয় মনোনয়ন পাওয়া ব্যক্তিরা যাতে শিক্ষকদের ওপর প্রভাব খাটাতে না পারেন, সে কারণে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের এ নির্দেশনা দিলো শিক্ষা মন্ত্রণালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ