পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা মেয়াদে সরকার গঠনে নৌকার জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফেরার পথে বিভিন্ন স্থানে পথসভা করবেন তিনি।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টা ৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে ঢাকার পথে শেখ হাসিনার গাড়ি বহর রওনা দেয়।
আওয়ামী লীগ সভাপতির আজকে যেসব স্থানে পথসভা করার কথা রয়েছে সেগুলো হলো— ফরিদপুর জেলার ভাঙ্গার মোড় ও ফরিদপুরের মোড়; রাজবাড়ী জেলার রাজবাড়ী রাস্তার মোড়; মানিকগঞ্জের পাটুরিয়ার আরোয়া ইউনিয়ন, মানিকগঞ্জ পৌরসভা ও ধামরাইয়ের রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ এবং সাভারের জালেশ্বর মৌজার ৫ নম্বর ওয়ার্ড।
তবে সকাল ৯ টা ৫৬ মিনিটে গোপালগঞ্জ কাশিয়ানি মোড়ে গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। তার কর্মসূচিতে এই বিরতি নির্ধারিত ছিল না। কিন্তু নৌকার প্রার্থী ও আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান আগে থেকেই শেখ হাসিনার আগমন উপলক্ষে কাশিয়ানি মোড়ে অবস্থান নিলে প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে সেখানে জমায়েত নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন।
এর আগে, বুধবার (১২ ডিসেম্বর) সকালে সড়ক পথে ঢাকা থেকে রওনা হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখ হাসিনা। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। পরে নিজ নির্বাচনি এলাকা কোটালিপাড়ার শেখ লুৎফর রহমান সরকারি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ অয়োজিত নির্বাচনি জনসভায় ভাষণ দেন। এরপর সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাসভবন কমপ্লেক্সে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সঙ্গে এক মতবিনিময় সভায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেন।
আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার জনসভায় বুধবার সরকারের ধারাবাবাহিকতা ধরে রাখতে নৌকায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।