Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈধ অস্ত্র বহন করা যাবে না সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন করা যাবে না। তবে সংসদ নির্বাচনের প্রার্থী বৈধ অস্ত্র বহন করতে পারবেন। কিন্তু তিনিও প্রদর্শন করতে পারবেন না। বুধবার থেকে নির্বাচন পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। কেউ প্রয়োজনে থানায় অস্ত্র জমা দিয়ে রাখতে পারেন। গতকাল বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার নির্বাচনী প্রচারণার সময় সংঘর্ষে দু’জন নিহত হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন উপলক্ষে অস্থিরতা থাকবে। তবে এই ঘটনা দুঃখজনক। যারা সন্ত্রাসে বিশ্বাস করে, তারা এসব করছে। আমাদের দল থেকে এসব হচ্ছে না। আশা রাখি নির্বাচন উৎসবে পরিণত হবে। নির্বাচনের পরিবেশ নষ্ট করে যারা অস্থিরতা করছে, তাদের বিচারের মুখোমুখি করা হবে।
নির্বাচন কমিশন থেকে বুধবার অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশনা ও বৈধ অস্ত্র ব্যবহারের নীতিমালা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক-দু’দিনের মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশনা ও বৈধ অস্ত্র ব্যবহারের নীতিমালা বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। নির্বাচনের সময় সীমান্তেও আমরা সতর্ক রয়েছি।
এদিকে, গতকাল সকালে কারওয়ান বাজার ব্যবসায়ী পেশাজীবীসহ সর্বস্তরের জনতা আয়োজিত এক সমাবেশ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন সামনে রেখে বিভিন্ন জায়গায় অপ্রীতিকর যে ঘটনা ঘটেছে, সেগুলো আগুন সন্ত্রাসীরাই ঘটাচ্ছে। গত নির্বাচনে যারা আগুন সন্ত্রাসী কর্মকান্ড করেছে, তারা জেনে গেছে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই তারা আবার ওই কাজে লিপ্ত হয়েছে।
নির্বাচন সামনে রেখে দেশে বড় ধরনের কোনো সহিংসতা হওয়ার আশঙ্কা নেই। গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর। তাদের সামনে কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ না। এছাড়া, জনগণও কোনো সহিংসতাকে প্রশ্রয় দেবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ