Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসির সিদ্ধান্ত স্থগিত নির্বাচন পর্যবেক্ষণে থাকবে ‘অধিকার’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর নাম নির্বাচন পর্যবেক্ষকের তালিকা থেকে বাদ দেয়ার নির্বাচন কমিশনের (ইসি) চিঠির কার্যকারিতা দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে অধিকারের নির্বাচন পর্যবেক্ষণে আর বাধা থাকলো না। একইসঙ্গে অধিকারের নাম পর্যবেক্ষক তালিকা থেকে বাদ দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে। বিশেষ বার্তা বাহকের মাধ্যমে এ আদেশ পৌঁছে দিতে বলেছেন আদালত।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। অধিকারের পক্ষে সভাপতি ড. সি. আর. আবরার নির্বাচন কমিশনের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেছিলেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাবিল আহসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ