Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বিভিন্ন চেকপোস্টে তল্লাশি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

নির্বাচনী প্রচারণার মধ্যে গতকাল (বুধবার) নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। নগরীর চারটি প্রবেশ পথ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। বিকেলে নগীরর প্রবেশমুখ একে খান মোড় এলাকায় এ চেকপোস্ট বসানো হয়। এ সময় চট্টগ্রামমুখী এবং চট্টগ্রাম থেকে ঢাকা ও অন্যান্য জেলাগামী বাস, ট্রাক, ছোট যানবাহনে তল্লাশি চালায় পুলিশ সদস্যরা। সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) পংকজ বড়ুয়া ও পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশের নেতৃত্বে তল্লাশিতে অংশ নিয়েছে অর্ধ শতাধিক পুলিশ সদস্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ