Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নারী-পুরুষ সমতায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কিশোরী মেয়েদের প্রতি সহিংসতা বন্ধ করা এবং নারী-পুরুষ সমতা আনতে সরকারী-বেসরকারি সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়েছে। গতকাল রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ১৬ দিন ব্যাপী জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ক্যাম্পেইনের অংশ হিসেবে ইমেজ প্লাস প্রকল্পে ‘বিবাহিত কিশোরীদের সহিংসতা’ বিষয়ে এক সেমিনার বক্তারা এ আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশান আখতার। বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু মন্ত্রণালয়ের এমএএসপিভিএডব্লিউ’র প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন, নেদারল্যান্ডস দূতাবাসের এসআরএইচআর ও জেন্ডার বিষয়ক ফার্স্ট সেক্রেটারি ডক্টর অ্যানি ভেসজেন্স এবং মানবাধিকার কর্মী সালমা আলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ