Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐক্যফ্রন্টের নেতাকর্মী গ্রেফতার থেমে নেই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেফতার হয়রানি এখনো অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যায় ধানের শীষের প্রচারণা চালানোর সময় মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসার সামনে থেকে ১৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-মহাসচিব আল-আমিনকে সাদা পোশাকধারী পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। এদিকে রাত সাড়ে ৯টার দিকে মির্জা আব্বাসের বাড়ির সামনে থেকে আরও ৭/৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায় বলে জানিয়েছেন মির্জা আব্বাসের প্রেস সেক্রেটারি নাহিদ নজরুল। এ ছাড়া রোববার ধানমন্ডি থানা বিএনপির এক নেতাকেও পুলিশ গ্রেফতার করেছে বলে বিএনপির প্রার্থী আব্দুস সালাম জানিয়েছেন। এর আগে জজকোর্টের সামনে থেকে মিরপুর থানা বিএনপির সভাপতিসহ তিন নেতাকে গ্রেফতারের অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে।
এছাড়া গতকাল চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীকে পুলিশ গ্রেফতার করেছে। ৯ ডিসেম্বর রাতে সাতক্ষীরা জেলার শ্যামনগরের ২টি ছাপাখানা থেকে ধানের শীষ প্রতীকের ১৮ হাজার পোস্টার ও ৩ হাজার হ্যান্ড বিল ছাত্রলীগের সন্ত্রাসীদের লুট করে নিয়ে যাওয়া এবং ছাপাখানার একজন কর্মচারীকে বেদম প্রহার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। অবিলম্বে চাঁদপুর জেলা শাখা জামায়াতের সেক্রেটারী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীসহ সারা দেশে আটক বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি এবং সাতক্ষীরা জেলার শ্যামনগরে ধানের শীর্ষের পোস্টার ও হ্যান্ডবিল লুটের ঘটনার সাথে জড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য বিএনপি দাবি জানিয়েছে।
মিরপুর থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আব্দুলের ছেলে আবদুল্লাহ আল মামুন বলেন, গতকাল বেলা ২টার দিকে জজ কোর্টে কাজ শেষ করে বের হওয়ার পর কোর্টের সামনে থেকে তার বাবা এবং মিরপুর থানা বিএনপিসাধারণ সম্পাদক ওয়াইজ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুকুলকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, দুপুরের দিকে ঘটনা ঘটলেও রাত পর্যন্ত তাদের কোনো খবর পাইনি।



 

Show all comments
  • Engr Amirul Islam ১১ ডিসেম্বর, ২০১৮, ৭:০২ এএম says : 0
    This DB police still .... and do not realize their fate.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ