সরকারের আয় শেষ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
সোমবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘রাজনীতি ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির মন্তব্যে তিনি একথা বলেন।
কামাল হোসেন বলেন, ২০-২৫ দিন পরে আপনারাও সাধারণ মানুষের কাতারে চলে আসবেন। তাই জনগণের জন্য কাজ করুন। ‘বিনা বিচারে হত্যাকাণ্ডের মহামারিতে মানুষের মনে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। দেশে গণতন্ত্র না থাকার কারণে এমন হত্যাকাণ্ড বাড়ছে।’ এসব বন্ধ না হলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। যার পরিণতি হবে ভয়াবহ।
কেন দেশে মানবাধিকার লঙ্ঘন কিংবা গুম-খুন বাড়ছে, তার তদন্ত হওয়া উচিত এবং এজন্য সরকারের জবাবদিহি করা উচিত বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, ‘দেশে আইনের শাসন ও সুশাসন নিশ্চিত হওয়া জরুরি। দেশের মালিক জনগণ। আর জনগণের মালিকানা তাদের ফিরিয়ে দিতে হবে।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম, সাবেক সচিব মোফাজ্জল করিম, মো. নূরুল হুদা মিলু, আবদুল্লাহ আল মামুন, তালুকদার মনিরুজ্জামান মনির প্রমুখ।