রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রাম-১২, পটিয়া আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনাম। বিগত ১০ বছরে আ.লীগ শাসন আমলে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন এনামুল হক এনাম। রাজনীতির মাঠে লড়াই করতে গিয়ে এনামুল হক ৮টি মামলার শিকার হয়েছে। দুই দফায় ১০ মাস কারা ভোগ করেছে এ বিএনপি নেতা। দলীয় হাইকমান্ড ত্যাগী এ নেতাকে মূল্যায়ন করায় নেতাকর্মীদের মধ্যে উল্লাস সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উল্লাস প্রকাশ করেছে। ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে পর পর দু’বার নির্বাচিত বিএনপির এমপি গাজী শাহাজাহান জুয়েলকে টপকিয়ে এনামুল হক মনোনয়ন পাওয়ায় পৌরসদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় আলোচনার ঝড় ওঠে। গতকাল এই মনোনয়নকে ঘিরে পটিয়া টক অব দ্যা টাউনে রূপ নেয়। খেটে খাওয়া সাধারণ মানুষ, শ্রমজীবী, পেশাজীবী সবারই এক কথা এনাম মনোনয়ন পেয়েছে ভাল হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে আ.লীগ মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে তিনি জয়লাভ করবেন। এনামুল হক বলেন বিগত ১০ বছরে পটিয়ায় বিএনপি’র দুঃসময়ে কেউ হাল ধরেনি। আমি তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সরকার বিরোধী লড়াই, সংগ্রাম করেছি। আমার অনেক নেতাকর্মীর গায়ের রক্ত ঝরেছে। অনেকে মামলা-হামলার শিকার হয়েছে। আমার শরীর থেকেও রক্ত গেছে। আমিসহ নেতাকর্মীদের মামলার ঘানি টানছি। দল আমার এ ত্যাগের মূল্যায়ণ করেছে। আমি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এবার লড়াই হবে নির্বাচনে জিতে পটিয়ার এ আসনটি আমার নেত্রী খালেদা জিয়াকে উপহার দেয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।