Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়িতে সাংবাদিকের বাড়ীতে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ দায়ের

প্রকাশের সময় : ৫ মে, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ি(দিনাজপুর)সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়িতে গাঁজাখোরকে বাড়ির দরজার সামনে গাঁজা সেবনে বাধা প্রদানের ঘটনাকে কেন্দ্র করে দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি সাংবাদিক আবু শহীদ এর বাড়ীতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাংবাদিক আবু শহীদ বাদী গত বুধবার সকালে ফুলবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাকে কেন্দ্র করে ফুলবাড়ি থানার ওসি তদন্ত আব্দুর রহমান ওই দিন সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গত বুধবার সকাল ১০টায় পৌরশহরের উত্তর সুজাপুর গ্রামে এই ঘটনা ঘটে। সাংবাদিক আবু শহীদ জানায়, উত্তর সুজাপুর গ্রামে তার একটি বাড়ী নির্মাণের কাজ চলছে। তার নির্মাণাধীন বাড়ীটিতে ইতিপূর্বে গত দুই দফায় চুরির ঘটনা ঘটেছে। এরই মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে তার নির্মাণাধীন বাড়ীর নিকট ওই এলাকার ৫/৬জন যুবক একত্রিত হয়ে গাঁজা সেবন করছিল। এ সময় তার ছোট ভাই ১নং এলুয়াড়ী ইউনিয়ন সচিব সাজেদুর রহমান বাড়ীটির নিকট গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলে গাঁজা সেবনকারীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় খবর পেয়ে সাংবাদিক আবু শহীদ পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে, গাঁজা সেবনকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ গিয়েও তাদেরকে পাওয়া যায়নি। এর পর গত বুধবার সকাল ১০টায় গাঁজা সেবনকারীরা একত্রিত হয়ে সন্ত্রাসী কায়দায় তার ছোট ভাই সাজেদুর রহমান এর বাড়ীতে হামলা চালিয়ে বারান্দায় থাকা একটি টিভিএস মোটরসাইকেল,একটি ফ্রিজ ভাংচুর ও আলমিরা ভেঙ্গে ২৬হাজার টাকা লুট করে এবং সাংবাদিক আবু শহীদের নির্মাণাধীন বাড়ীটির বিদ্যুৎ সংযোগ এর মিটারটি ভেঙ্গে চুরমার করে চলে যায়। এই ঘটনায় সাংবাদিক আবু শহীদ বাদী হয়ে ৫জনকে আসামী করে অজ্ঞাত নামা ২০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু ১দিন গত হলেও কোন আসামীকেই থানা পুলিশ গ্রেফতার করতে পারেনি।
এ বিষয়ে ফুলবাড়ি থানার ওসি মোকছেদ আলীর সাথে যোগাযোগ করা হলে,তিনি বলেন, সাংবাদিকের অভিযোগটি গ্রহণ করে আসামীদেরকে ধরার অভিযান চালাচ্ছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ