বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় মাধবপুর এলাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো. শওকত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন শেরপুর-১ (সদর) আসনের বিএনপি দলীয় প্রার্থী বাংলাদেশের সর্বকনিষ্ঠ ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
বক্তব্যের একপর্যায়ে কান্নাজড়িত কন্ঠে প্রধান অতিথি বলেন, এবারের নির্বাচনী লড়াই স্বাধীনতা রক্ষার লড়াই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াই। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের লড়াই। আমার বাবা হযরত আলীসহ দেশের লাখ লাখ নেতাকর্মীর মুক্তির লড়াই। এ লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। তিনি আরো বলেন, আজ দেশের মানুষের কোনো ধরণের নিরাপত্তা নেই। বাকস্বাধীনতা নেই।
এটা আমরা কোন দেশে বাস করছি। প্রতিনিয়ত পুলিশ দিয়ে এবং দলীয় নেতাকর্মী দিয়ে হামলা, গায়েবি মামলা দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। গুম করা হচ্ছে। আমরা স্বাধীন নয় স্বৈরাচারী দেশে বাস করছি। এ থেকে মুক্ত হতে ঐক্যবদ্ধ হয়ে ভোটযুদ্ধের লড়াইয়ের বিকল্প নেই।
শ্রমিক দল আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মো. হাতেম আলী, মো. ফজলুল হক লাভলু, অ্যাডভোকেট আব্দুল মজিদ বাদল, মো. আওয়াল চৌধুরী, সাইফুল ইসলাম স্বপন, অ্যাডভোকেট তৌহিদুর রহমান, ফজলুর রহমান তারা, শহিদুল ইসলাম ভিপি, নিলুফা খানম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।