Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ডাকাত ঠেকাতে মসজিদে মসজিদে মাইকিং

প্রকাশের সময় : ৫ মে, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : বুধবার মধ্যরাতে সিলেট মহানগরীর শাহপরান থানাধীন এলাকাগুলোতে হঠাৎ ডাকাত আতঙ্ক দেখা দেয়। নগরীর বিভিন্ন এলাকার মসজিদে মাইকিং করে ডাকাত হানা দিয়েছে বলে প্রচার করে। এরপর মসজিদে-মসজিদে মাইকিং- ডাকাত, ডাকাত... উঠুন, ডাকাত প্রতিহত করুন।
এ সময় ডাকাত প্রতিরোধে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এরপর এলাকাবাসী লাঠি হাতে বাসা ছেড়ে রাস্তায় নামেন।
সারারাত প্রতিটি পাড়া-মহল্লায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাহারা চলে।
একপর্যায়ে নগরীর শিবগঞ্জ, টিলাগড়, উত্তর বালুচর, খাদিমপাড়া, বালুচর, মীরাবাজার, দক্ষিণ সুরমার আলমপুর, কুশিঘাট, মিরাপড়া, চৌকিদিঘিসহ বিভিন্ন এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব এলাকাগুলোতেও ডাকাত হামলা চালিয়েছে- এমন সংবাদে মসজিদে মাইকিং করে ডাকাত প্রতিরোধে সজাগ হওয়ার আহ্বান জানানো হয়।
রাত ২টার দিকে বালুচর এলাকার বাসিন্দা আব্দুর রউফ ও জাকির হোসেন জানান, ডাকাত হানা দিয়েছে জানতে পেয়ে তাদের এলাকায় সবাই ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বলেন, শাহপরান এলাকায় ডাকাত প্রবেশ করেছে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ডাকাত সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে বলেও তিনি জানান।
রাত সোয়া ৩টার দিকে নগরীর চৌকিদিঘি এলাকার লাক্কাতুরা চা বাগান থেকে ৩ ডাকাতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। বিষয়টি বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহরিয়ার জানান, ডাকাত আতঙ্কে রাত জেগে তারা নিজ এলাকায় পাহারা দিচ্ছিলেন। ওই সময় লাক্কাতুরা চা বাগানের একটি চা গাছের নিচে লুকিয়ে থাকা তিন ডাকাতকে আটক করা হয়। তাদের সবাই বয়স ২০ থেকে ২২-এর মধ্যে হবে। ডাকাত আটকের বিষয়টি জানাজানি হলে নগরে আতঙ্কের মাত্রাও বৃদ্ধি পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ