Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৎস্য মন্ত্রীর জামাতাকে গুলির ঘটনায় তিনজনকে শ্যোন এরেস্ট

খুলনায় বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ৭:৩৬ পিএম

কারাগারে আটক নেতা-কর্মীদের গায়েবী মিথ্যা মামলায় শ্যোন এ্যারেস্ট দেখানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। এক প্রতিবাদলিপিতে নেতৃবৃন্দ ৭ দফার অন্যতম দাবি গায়েবী মিথ্যা মামলায় গ্রেফতার না করার জন্য নির্বাচন কমিশন কর্তৃক পুলিশকে নির্দেশনা দেবার পরও খুলনার পুলিশ প্রশাসন তা না মেনে বিএনপির নেতাকর্মীদের কারামুক্ত হওয়ার পথকে বাধাগ্রস্ত করা ও ভীতি সৃষ্টির জন্য এই পথ বেঁছে নিয়েছে। 

নেতৃবৃন্দ কারাগারে আটক সোনাডাঙ্গা থানা বিএনপিসাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদসহ ৩২ জন নেতা-কর্মীসহ সকল নেতাকর্মীর নি:শর্ত মুক্তির দাবি জানিয়ে অবিলম্বে শ্যোন এরেস্ট বন্ধের দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু ভাই, সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী প্রমুখ।
এদিকে, খুলনা নগরীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের জামাতা প্রভাস কুমার দত্ত (৫০) কে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ারের ভাইসহ সন্দেহভাজন তিনজনকে শ্যোন এরেস্ট করা হয়েছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার মহানগর হাকিম আদালতের বিচারক মোঃ আতিকুস সামাদ মঞ্জুর করেছেন। গত ৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ শহীদুল ইসলাম আদালতে এ শ্যোন এরেস্টের আবেদন করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ আওয়ামী লীগে আর জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর মিয়া গোলাম পরোয়ার ধানের শীষের প্রার্থী হিসেবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে ভোটের লড়াইয়ে অংশ নিচ্ছেন।
নগরীতে বর্তমানে আলোচিত এ মামলার শ্যোন এরেস্ট হওয়া তিনজন হলেন খানজাহান আলী থানাধিন শিরোমনি পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে শেখ শাহাবুদ্দিন ওরফে সিহাব (৪৫), একই এলাকার মৃত শেখ মহসিনের ছেলে শেখ হুমায়ুন কবির (৩৫) ও শিরোমনি দক্ষিণপাড়ার মিয়া আব্দুল হামিদের ছেলে ও মিয়া গোলাম পরোয়ারের ভাই মিয়া গোলাম খায়ের (৫০)।
আসামি পক্ষের আইনজীবী এড. সরদার ফিরোজ কবির জানান, গত ১ ডিসেম্বর গভীর রাতে মিয়া গোলাম খায়ের (৫০), শেখ শাহাবুদ্দিন ওরফে সিহাব (৪৫), শেখ হুমায়ুন কবির (৩৫) গ্রেফতার করে পুলিশ। এরপর পুলিশ গত ২১ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইনের মামলায় মিয়া গোলাম খায়ের ও শেখ হুমায়ুন কবিরকে এবং একই থানার একই আইনে গত ৪ অক্টোবর দায়ের হওয়া মামলায় শেখ শাহাবুদ্দিন ওরফে সিহাবকে সন্দেহভাজন আসামি করে ২ ডিসেম্বর আদালতে সোপর্দ করেন। মহানগর হাকিম তরিকুল ইসলাম তাদেরকে জেল-হাজতে প্রেরণের আদেশ দেন। সেই থেকে তারা খুলনা জেলা কারাগারে রয়েছেন। তবে মৎস্য মন্ত্রীর জামাতা প্রভাস কুমার দত্ত (৫০)-কে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মিয়া গোলাম পরোয়ারের ভাইসহ এ তিনজনকে শ্যোন এরেস্ট দেখানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ