প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রথম ক্যাম্পাস থিয়েটার উৎসবে ৮ ডিসেম্বর সন্ধ্যা ৬.৪৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার কুমিল্লা মঞ্চায়ন করবে নতুন নাটক ‘আজব বাস্ক। নাটকটির রচনা ও নির্দেশনায় এইচ আর অনিক। উল্লেখ্য ভিক্টোরিয়া কলেজ থিয়েটারটি কমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর একটি নাট্য সংগঠন। ‘আজব বাক্স’ নাটকটি ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের ২৯ তম প্রযোজনা। নাটকটির পটভূমি অলংকৃত হয়েছে দেশের ও সমাজের দূর্নীতি ও অনিয়মকে কেন্দ্র করে। মুক্তিযোদ্ধাদের কিভাবে অবমূল্যায়ন হচ্ছে এবং মুক্তিযোদ্ধাদের নানা জাতীয় দিবসের অনুষ্ঠান ব্যতীত আর কোন খবরাখবর নেয়া হচ্ছে না। তা এই নাটকে তুলে ধরা হয়েছে। ইংরেজি শিক্ষার উপর অতি মাত্রায় আগ্রহের কারণে বাংলা ভাষার অবমূল্যায়ন হচ্ছে, এই নাটকে তাও তুলে ধরা হয়েছে। সরকারি হাসপাতালের নানা অনিয়মকে তুলে ধরা হয়েছে নাটকে। শিশুদের অতিরিক্ত শিক্ষার বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে। শিশুর ওজনের চাইতেও বেশি বই ভরা স্কুল ব্যাগ চাপিয়ে দেয়া হচ্ছে শিশুকে। এই নাটকে সেটারও প্রতিবাদ করা হয়েছে। সমাজের নানা দুর্নীতি, অনিয়ম ও অসঙ্গতির চিত্র তুলে ধরা হয়েছে আজব বাক্স নাটকে। অভিনয়ে রিপন, ফারুক, রুবেল, ইলিয়াস, জয়, সোহাগ, রূপা, মারিয়া, মনির, শরিফ, ইকবাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।