Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইভিএম নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৮, ১:২৯ এএম

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা এস.এম মোস্তফা কামাল বলেন, ইভিএম হচ্ছে স্বচ্ছ ভোট প্রদানের একটি সহজ মাধ্যম। ফিঙ্গার প্রিন্ট, এসডিকার্ড, অডিড কার্ড, পোলিং কার্ড ও পিন নম্বার এই পাঁচটি জিনিস ইভিএম এর গুরুত্বপূর্ণ বিষয়। খুব সহজেই এটি ব্যবহার করে ভোট গ্রহণ সম্ভব। এতে কোন প্রকার সংশয় নেই। তিনি আরো বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, নিরোপেক্ষ এবং শান্তিপূর্ণ। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেবেন। তবে, ষড়যন্ত্রকারি, নাশকতাকারিদের প্রতি তিনি হুঁিশয়ারি উচ্চারণ করেন।
গতকাল বিকাল ৪টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ উপলক্ষ্যে ইভিএম প্রদর্শন ও কারিগরি ধারণা প্রদান বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, জেলা তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ প্রমূখ। আলোচনায় ইভিএম এর ব্যবহার নিয়ে জেলা প্রশাসককে সহায়তা করেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের যন্ত্রবিদ সাইদুর রহমান সাহাবুদ্দিন ও নূরুজ্জামান শাওন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ