বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিসহ শরিক দলের মোট ১২জন প্রার্থী গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
জোট-মহাজোটের একাধিক প্রার্থী মনোনয়ন দাখিল করায় দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটাররাও ইতোমধ্যে এক ধরনের বিভ্রান্তিতে পড়েছেন। সরেজমিনে দেখা গেছে, সাধারণ ভোটারদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা তেমন দেখা যাচ্ছে না। চা স্টলে, রাস্তার মোড়ে, মাঠে ঘাটে যেখানেই দুই-পাঁচ জন মানুষ একত্রিত হচ্ছে, সেখানেই একই আলোচনা। লালপুর, ওয়ালিয়া ও গোপালপুর পৌর এলাকার ভোটাররা ইনকিলাবকে বলেন আমরা তো কোন না কোন দলকে তো সমর্থন করি। জীবনে এমন দেখিনি একই দলের দুইজন প্রার্থী মনোনীত হয়। এখন আমরা কাকে সমর্থন করবো আর কাকে ভোট দিব?
এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের দুইজন, নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদষ্টো কর্নেল (অবঃ) রমজান আলী সরকার, বিএনপি থেকে দুইজন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের স্ত্রী প্রিন্সিপাল (অব.) কামরুন্নাহার শিরিন। এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবু তালহা, ওয়ার্কার্স পার্টির উত্তরবঙ্গ আখ চাষী সমিতির সভাপতি প্রিন্সিপাল ইব্রাহিম খলিল, কৃষক শ্রমিক-জনতা লীগ থেকে (নাটোর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোপালপুর পৌরসভার ৪ বারের সাবেক মেয়র) মুনজুরুল ইসলাম বিমল, জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সদস্য- বিজিবির (অব.) সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মাদ ছালেকুজ্জামান, সাম্যবাদী দলের অ্যাড. বীরেন সাহা ও বিপ্লবী ওর্য়ার্কাস পার্টির আনসার আলী দুলাল । একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়ার ব্যাপারে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী বলেন, শুধু সাধারণ ভোটাররাই নন-আমারা নিজেরাও মহা বিব্রতকর অবস্থায় পড়েছি। নেতাকর্মীদের প্রতি কোন নির্দেশনাও দিতে পারছি না। এতে নির্বাচনের জন্য যে উৎসাহ-উদ্দীপনা সেটা যেন স্থবির হয়ে পড়ছে।
এ ব্যাপারে লালপুর উপজেলা বিএনপির সভাপতি নাসির উদ্দীন বলেন, দল থেকে দুইজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় আমরা খুব সমস্যার মধ্যে আছি। নেতাকর্মী-সমর্থকদের নানামুখী প্রশ্নের কোন জবাব দিতে পারি না। দেখা যাক, ৯ তারিখের মধ্যে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত কী হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।