Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বিএনপি সরে গেলেও যথাসময়ে নির্বাচন হবে -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ৫:৪২ পিএম | আপডেট : ৭:১০ পিএম, ৫ ডিসেম্বর, ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিএনপি সরে গেলেও যথাসময়ে নির্বাচন হবে।
তিনি আজ দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন হবে কিনা এ নিয়ে কারও সন্দেহ নেই। কোনও মিডিয়াতে এ ধরনের সংশয় নিয়ে খবর প্রকাশ হয়নি। ইনশাআল্লাহ নির্বাচন হবে। তারা (বিএনপি) সরে গেলেও হবে। নির্বাচন কারও জন্য আটকে থাকবে না। কেউ যদি সরেও যায়, নির্বাচন সরবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।’
সরকারের নীলনকশা বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে কাদের বলেন, ‘তারা নির্বাচন বানচালের নীল নকশা লন্ডন থেকে করছে। আমাদের কোনও নীল নকশা নেই। আমাদের নীল নকশা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের।’

আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনা রয়েছে। তাদের বিষয়ে কবে ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘৯ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এরপর সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে।’
সরকার মানুষকে খেয়ে ফেলছে এবং ১০ তারিখের পর জনগণ রাস্তায় নামবে নাগরিক ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার এমন অভিযোগের জবাবে কাদের বলেন, ‘সরকার কি ভূমিকা পালন করছে সেটা জনগণ ৩০ তারিখের ভোটে বুঝিয়ে দিবে।’
মান্নাকে এসময় উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মান্না সাহেব অপেক্ষা করুন। ৩০ তারিখে বাংলার মানুষের রায়ে ভোট বিপ্লব হবে, তখন বুঝতে পারবেন আপনার ধারণা কত অবাস্তব।’
আন্দোলনে নামার হুঁশিয়ারি নিয়ে কাদের বলেন, “১০ বছরে নামলো না, ১০ তারিখের পর আন্দোলন করবে। হেরে গিয়ে আন্দোলন করবে, এই তো? দেখি না আন্দোলন করতে কে আসে। মানুষ না থাকলে তো আন্দোলন হয় না। মানুষের সাড়া নেই বলে, এই ১০ বছরে তারা কোনও আন্দোলন করতে পারেনি।’
নির্বাচনের সুস্থ পরিবেশ নেই বিএনপির এমন অভিযোগের জবাবে কাদের বলেন, অসুস্থ পরিবেশ কোথায় সৃষ্টি হয়েছে এই নগরীতে? এই মুহূর্তে এই ঢাকা শহরে কোথায় পরিবেশ অসুস্থ? যেটুকু অসুস্থ হয়েছে সেটা পল্টনে তারা করেছে। আমি নিশ্চিত করে বলছি, আমাদের তরফ থেকে নির্বাচনের পরিবেশ বিঘিœত হবে না।
সেতুমন্ত্রী কাদের বলেন, ‘আমরা কোনও বিশৃঙ্খলা করবো না, এ ব্যাপারে আমাদের নেত্রী নেতা-কর্মীদের সতর্ক করে দিয়েছে। কিন্তু বিএনপি যদি বিশৃঙ্খলা-নাশকতা করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের তা প্রতিরোধ করতে হবে। এবার বিজয়ের উৎসবের মতো ভোট হবে, এজন্য তাদের মনটা একটু খারাপ।’
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মোল্লা আবু কাওসার, সানজিদা খানমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Nannu chowhan ৫ ডিসেম্বর, ২০১৮, ৬:২৩ পিএম says : 0
    Mr.kader,are you sure BNP is going to out of the election or your administration & EC is doing every thing possible that,BNP will be shy away from the election?
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ৫ ডিসেম্বর, ২০১৮, ৯:৫২ পিএম says : 0
    কেন করো বকম বকম বুজ আর না বুজ। যত খেয়েছো সব দিতে হইবে। চুরি খোন আর গুম এমনি যাবে না জানিও। ইনশাআল্লাহ। *********
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ৫ ডিসেম্বর, ২০১৮, ৯:৫৪ পিএম says : 0
    লগি খোন আর বৈঠা খোন লইয়া ঘুরিতেছো।
    Total Reply(0) Reply
  • রুবেল ৫ ডিসেম্বর, ২০১৮, ১১:০৩ পিএম says : 0
    ওবায়দুল কাদের সাহেবকে মনোবিজ্ঞানী ডাক্তার দেখানো উচিৎ কারন উনি সারাক্ষণ আবোল তাবোল বলছে আগে থেকে ডাক্তার দেখানো উচিৎ!!
    Total Reply(0) Reply
  • হতদরিদ্র দিনমজু ৫ ডিসেম্বর, ২০১৮, ১১:৫২ পিএম says : 0
    জনাব ওবায়দুল কাদের সাহেব | আপনি ভেবে দখুন আপনারা সরকারে আছেন| ঐক্যফ্রন্ট হামলা মামলা গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়া অনেকে পালিয়ে বেড়াচ্ছে | তার উপর খড়গ হস্ত এলাকা ছাড়ার হুমকি| বলুন তো উপয়টা কি???
    Total Reply(0) Reply
  • দুর্বাশা দুর্বার ৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম says : 0
    লে হালুয়া,এবার ঠেলা সামলাও !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ