Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ধারাবাহিক নাটক পিরিতপুর

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

সমাজ বাস্তবতার চিরাচরিত কিছু চরিত্র, চলমান কিছু ঘটনা ও গ্রামীণ সমাজের বর্তমান প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘পিরিতপুর’। এটি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় এশিয়ান টিভিতে প্রচার হবে। আশরাফী মিঠু ও মোবারক হোসেনের রচনায় ‘পিরিতপুর’ ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইফতেখার ইফতি। নাটকটি সম্পর্কে পরিচালক ইফতেখার ইফতি বলেন, সময়ের পরিক্রমায় মানুষ নানা ধরনের কুসংস্কারে বিশ্বাসী হয়। কিন্তু সময়ের তালে নিজেকে পরিবর্তন করতে পারে না। আবার সমাজের কিছু অসৎ লোক চারদিকে বিভ্রান্তি ছড়ায়। ঠিক তেমনি পিরিতপুর গ্রামটিতে এমন কিছু লোক আছে যারা নিজস্বার্থ রক্ষায় অনেক কিছু করে যাচ্ছে আবার কেউ কেউ মানুষ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের অন্যান্য গ্রামের মতো সবুজ ছায়ায় গড়ে ওঠা পিরিতপুর গ্রামটি সকল বাধা বিপত্তি পেরিয়ে কিভাবে উত্তরণ ও সমাধানের পথ খুঁজে পেয়েছে সেই গল্পই তুলে ধরা হয়েছে এই নাটকে। ক্রিয়েটিভ ফিল্মস পরিবেশিত নাটকটি প্রযোজনা করেছেন সুব্রত পাল। সিনেমায়া প্রোডাকশন ও রির্সাচ ইঞ্জিন প্রযোজিত ‘পিরিতপুর’ নাটকে অভিনয় করেছেন, আবুল হায়াত, মুনিরা মিঠু, শেলী আহসান, শ্যামল মাওলা, আ খ ম হাসান, নাদিয়া, শিশির আহমেদ, ফারুক আহমেদ, সোহেল খান, শফিক খান দিলু, সানজিদা তন্ময়, হিমে হাফিজ, সানজিদা তন্নি, জামাল রাজা, আদনান, সিদ্দিকুর রহমান, নিশা, নিকুল, পাপিয়াসহ আরো অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ