Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইকোর্টের ১৬টি বেঞ্চ পুনর্গঠন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ৭:৩৯ পিএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৬টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের নতুন ১৬টি বেঞ্চকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
হাইকোর্টের পুনর্গঠিত এই ১৬ বেঞ্চের বিচারপতিরা হলেন-
বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীম, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুরর হমান, বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামান, বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াত, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি মো. ফারুক (এম ফারুক) ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি এ এন এম বসির উল্লাহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খোন্দকার দিলীররুজ্জামান, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও মো. জাহাঙ্গীর হোসেন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও মো. আতোয়ার রহমান, বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. বদরুজ্জামান।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ