পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৬টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের নতুন ১৬টি বেঞ্চকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
হাইকোর্টের পুনর্গঠিত এই ১৬ বেঞ্চের বিচারপতিরা হলেন-
বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীম, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুরর হমান, বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামান, বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াত, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি মো. ফারুক (এম ফারুক) ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি এ এন এম বসির উল্লাহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খোন্দকার দিলীররুজ্জামান, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও মো. জাহাঙ্গীর হোসেন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও মো. আতোয়ার রহমান, বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. বদরুজ্জামান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।