পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে পুনরায় কয়লা রপ্তানি শুরু হয়েছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কারক এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও কয়লা রপ্তানিকারক রাজীব উদ্দিন ভূঁইয়া বলেন, রাশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে নৌপথে টন প্রতি ৮০ ডলারে কয়লা আমদানি করে তা টন প্রতি ১১০ ডলারে রপ্তানি করা হচ্ছে।
ভারতের ত্রিপুরায় কয়লার ব্যাপক চাহিদা থাকায় বাংলাদেশি ব্যবসায়ীরা রাশিয়া ও ইন্দোনেশিয়া থেকে নৌপথে আশুগঞ্জ নৌ বন্দরে কয়লা আমদানি করে এবং পুনরায় তা ভারতের ত্রিপুরায় রপ্তানি করছে।
টন প্রতি ১১০ ডলারে সোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল, মোল্লা ট্রেড ইন্টারন্যাশনাল, বায়জিদ ট্রেড সেন্টার এই তিনটি প্রতিষ্ঠান কয়লা রপ্তানি করে থাকে।
গত কয়েক দিনে ৭০০ টন কয়লা রপ্তানি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কাস্টমস কর্মকর্তা শান্তিবরণ চাকমা।
তিনি জানান, ভারতীয় আমদানিকারকরা রাজ্যে ইটভাটা সহ অন্যান্য কাজে কয়লার ব্যাপক চাহিদা থাকায় বাংলাদেশ থেকে কয়লা আমদানি করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।