Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আদালতের নির্দেশে ৫০ বছর পর ফিরে পেলেন নিজ জমি

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ঢাকার সাভারে আদালতের নির্দেশে দীর্ঘ ৫০ বছর ধরে অন্যের দখলে থাকা ৯০শতাংশ জমি ফিরে পেলেন প্রকৃত মালিক মিজানুর রহমান ও তাদের পরিবার। এই জমি ফিরে পাওয়ার জন্য লড়াই করতে করতে না ফেরার দেশে চলে গেছেন মিজানুরের বাবা মোহাম্মদ আলী।
মিজানুর রহমান বলেন, ক্রয়সূক্রে আমার বাবা সাভারের রাজাশন মৌজায় ৯০শতাংশ জমির মালিক। কিন্তু কিছু লোকজন আমাদের অগোচরে জমিটি দখল করে নেয়। পরে আমার বাবা জমিটি ফিরে পেতে ঢাকার ২য় যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন।
কিন্তু সম্প্রতি আমার বাবা মোহাম্মদ আলী মারা গেলে আদালত আমাদের পক্ষে রায় দেন। পরে রবিবার আদালতের নির্দেশে পুলিশ এসে জমিটি আমাদের দখল বুঝিয়ে দেন।
সাভার মডেল থানার পরিদর্শক এমারৎ হোসেন বলেন, ২য় যুগ্ম জেলা জজ আদালতের নির্দেশে মিজানুর রহমান গংদের দখল বুঝিয়ে দেয়া হয়েছে। এসময় জজ আদালতের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বলে জানান তিনি। দীর্ঘ ৫০বছর পর অন্যের দখলে থাকা নিজেদের জমি আদালতের মাধ্যমে ফিরে পেয়ে আনন্দিত পরিবারটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ